ভারত-চীন যুদ্ধের গোপন নথি প্রকাশ
অনলাইন ডেস্ক : ১৯৬২-র ভারত-চীন যুদ্ধ সংক্রান্ত গোপন হেন্ডারসন্স ব্রুকস রিপোর্টের একটি বড় অংশ প্রকাশ্যে এল। এই রিপোর্টে চীনের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। নেভিল ম্যাক্সওয়েল নামের অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ইন্টারনেটে ওই রিপোর্ট আপলোড করেছেন। ম্যাক্সওয়েল সাংবাদিক হিসেবে ১৯৬২-র ভারত-চীন যুদ্ধ কভার করেছিলেন। চীনের হাতে ভারতের শোচনীয় পরাজয়ের বিস্তারিত ওই রিপোর্টে রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, হেন্ডারসন ব্রুকস রিপোর্টের বেশিরভাগ অংশই এখনো পর্যন্ত ভারতে গোপন।
এই রিপোর্টটি এমন সময় প্রকাশ্যে এলো যখন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী অরুনাচল প্রদেশে ভোটের প্রচারে গিয়েছেন। ৫০ বছরের আগের যুদ্ধ সংক্রান্ত এই রিপোর্ট লোকসভা ভোটের প্রচারে বিরোধীদের হাতিয়ার হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এর আগে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ এই রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি সংসদে জানিয়েছিলেন, এই রিপোর্ট প্রকাশ করা যাবে না। কারণ, এতে বেশ কিছু স্পর্শকাতর তথ্য রয়েছে। একইসঙ্গে এই রিপোর্টের বিষয়বস্তু সেনাবাহিনীর বর্তমান কার্যাবলীর সঙ্গেও সম্পর্কিত।
১৯৬৩-তে ওই রিপোর্ট পেশ করা হয়েছিল। ম্যাক্সওয়েলের দাবি, রাজনৈতিক, দলীয় এবং এমনকি পারিবারিক কারণ এই রিপোর্ট না প্রকাশের নেপথ্য কারণ হতে পারে।- ওয়েবসাইট।