উদ্বোধনের তারিখ ঘোষণা বঙ্গবন্ধু টানেল
আগামী ২৮ অক্টোবর শনিবার, চট্টগ্রামের কর্ণফুলী তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের উদ্বোধন হবে।যান চলাচল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে উদ্বোধনের পরদিনই টানেলের ভেতরে।
সেতু সচিব মো. মনজুর হোসেন এ কথা জানান, আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক প্রস্তুতি সভায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধনের পর আনোয়ারা প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন সভায় জানানো হয়।
মো. তোফায়েল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, ‘টানেল নিয়ে মিথ্যা বা নেতিবাচক প্রচারণা হতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে মিথ্যা নেতিবাচক প্রচারণা চালালে।’
সেতু সচিব মো. মনজুর হোসেন বলেন, ‘টানেলের মধ্যে জনসাধারণের জন্য নির্দেশনা ব্যবস্থা থাকবে এবং সেখানে ৮টি রেডিও চ্যানেলে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনাগুলো চলতে থাকবে। টানেলের ভেতর যেই ফ্রিকোয়েন্সি থাকুক না কেন, গাড়ি যতক্ষণ টানেলে থাকবে ততক্ষণ স্বয়ংক্রিয়ভাবে এ দিক নির্দেশনা চলবে।’
‘স্বয়ং প্রধানমন্ত্রী গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় টোল দেন, পুলিশের পক্ষ থেকে টোল মওকুফের বিষয়ে তিনি বলেন। এখানে টোল অব্যাহতির কোনো সুযোগ নেই। তবে যারা অন কল বা অন ডিউটিতে ইমার্জেন্সিতে থাকবে তাদের টোল দিতে হবে না।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চীনের চায়না কমিউনিকেশনস, কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসিএল) লিমিটেড।