বিশ্বব্যাপী ‘জওয়ানের’ আয় ৯০০ কোটি,বাংলাদেশে ৭২ লাখ
গত ৭ সেপ্টেম্বর বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা ‘জওয়ান’ মুক্তি পেয়েছে । সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন নয়নতারা। আরও আছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তসহ অনেকেই। মুক্তির ১১ দিনেও ভারতের বক্স অফিসে সমান দাপট দেখাচ্ছে সিনেমাটি। এই সিনেমা বাংলাদেশের একইদিনে মুক্তি পেয়েছে। গত এক সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে প্রায় ৯০০ কোটির কাছাকাছি।গতকাল রোববার পর্যন্ত ‘জওয়ান’ বাংলাদেশে আয় করেছে ৭২ লাখের বেশি টাকা। ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে এনেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় প্রতিদিন সিনেমাটির ৫৫টি শো চলছে। সিনেমাটির আমদানিকারক পরিচালক অনন্য মামুন বলেন, ‘আসলে সঠিক হিসাবটা এই মূহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যতটুকু বলতে পারি বাংলাদেশে মুক্তির পর থেকে গতকাল রোববার পর্যন্ত ৭২ লাখ টাকা আয় করেছে।