ঢাবির বিশেষ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় শেষ আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সময় শেষ হচ্ছে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর)। রাত ১২টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ সমাবর্তনে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডক্টর অব লজ ডিগ্রিপ্রাপ্ত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন।
শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই প্রতি ক্যাটাগরিতে আসনসংখ্যা নির্ধারিত। ফলে যেকোনো ক্যাটাগরিতে নির্ধারিতসংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ওই ক্যাটাগরির রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিজ নিজ প্রোফাইলে লগইন করে বাঁ পাশের ‘Special Convocation’ মেনুতে ক্লিক করে রেজিস্ট্রেশন–প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।