ভিসা নীতির কারণে পুলিশ ‘ইমেজ সংকটে’ পড়বে না
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘মার্কিন ভিসা নীতির কারণে পুলিশ ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়বে, এমনটি আমি মনে করছি না।’
আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে ‘কমব্যাটিং ফিউচার চ্যালেঞ্জেস ইন ট্যুরিজম সিকিউরিটি: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ পারস্পেকটিভস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদুর রহমান।
দেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসী যে-ই হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেয়।