সানি লিওনয়ের বিরুদ্ধে নকলের অভিযোগ
বিনোদন ডেস্ক : এবার ইন্দো কানাডিয়ান পর্ণস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে উঠলো নকলের অভিযোগ। তার গান বেবিডলের পোস্টারে নাকি প্লেবয়গার্ল শান্তি ডায়নামাইটকে নকল করেছেন সানি লিওন। এমনই দাবি করেছেন প্লেবয়গার্ল শান্তি।
ইন্দো-গ্রিক পর্ণস্টার শান্তি ডায়নামাইট ব্রিটেনে অ্যাডাল্ট চ্যাট শো সঞ্চালনা করেন। বলিউডে পা রাখার স্বপ্নও রয়েছে শান্তির। শান্তি বলেছেন, ‘আমাকে অনেকেই ফোন করে জানিয়েছেন সানি লিওনের বেবিডল ভিডিও দেখতে। সানি আমাকে নকল করেছে পোস্টারে। দেখেই অবাক হয়ে গেছি আমি। জনপ্রিয়তা পাওয়ার জন্য কাউকে নকল করা খুবই বিরক্তিকর।’
সাংবাদিকদের সামনে বেবিডলের পোস্টারও তুলে ধরেছেন শান্তি। এ পোস্টারে শান্তির একটি কনসেপ্ট হুবুহু নকল করা হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শান্তি।