বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 30, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » অবশেষে ভারতের ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল

অবশেষে ভারতের ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল 

pakistan-(5)-samakal-65126a7acac6c

ভারতের ভিসা পাওয়া নিয়ে পাকিস্তান দল যে জটিলতার মধ্যে ছিল সেটার অবসান হয়েছে। অবশেষে ভারতের সরকার পাকিস্তান দলের জন্য ভিসা অনুমোদন করেছে। ভিসা অনুমোদনের ফলে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল এখন বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভারতে ভ্রমণ করতে পারবে। আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ১০ দলের আসরে শেষ দল হিসেবে ভিসা পেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনাকারী সংস্থা আইসিসিও বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের ভিসা পাওয়ায় আপাতত স্বস্তিতে বাবর আজমরা। তবে ভিসা দেরিতে পাওয়ায় তাদের পরিকল্পনা অনুযায়ী ওয়ার্ম-আপ করার সুযোগ থাকছে না। আইসিসির মুখপাত্র জানান, ‘পাকিস্তান দলের জন্য ভিসা ইস্যু করা হয়েছে।’

আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মুখপাত্র উমর ফারুকও বিষয়টি নিশ্চিত করে জানান যে তাদেরকে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে তাদের ভিসা সংগ্রহ করতে বলা হয়েছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে যাওয়ার কথা ছিল বাবর আজমদের। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছিল বাবরদের। ঠিক ছিল সোমবারের পরিবর্তে বুধবার দুবাই যাবেন পাকিস্তানের ক্রিকেটাররা। বৃহস্পতিবার হায়দরাবাদে গা ঘামানোর ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। কিন্তু ভারতে আসার ভিসা না পাওয়ায় উৎকণ্ঠা বাড়ছিল পাকিস্তানে।

ভিসা দিতে দেরি করায় পিসিবি লিখিতভাবে আইসিসির কাছে তাদের অসন্তোষের কথা জানায়। এর কয়েক ঘণ্টা পর সোমবার রাতের দিকে জটিলতার অবসান হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone