১০ অক্টোবর পর্যন্ত রিমান্ডে ইমরান খান
গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের রিমান্ড ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সময় পর্যন্ত দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির রিমান্ডও বেড়েছে।
আজ মঙ্গলবার ইমরানের বিরুদ্ধে স্পেশাল কোর্টের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন রিমান্ডের সময় বৃদ্ধির আদেশ দেন। খবর ডনের।
অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানের বিরুদ্ধে এটক কারাগারে অনুষ্ঠিত ইন-ক্যামেরা শুনানিতে সভাপতিত্ব করেন তিনি। শুনানির আগে কারাগারের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে, নিরাপত্তাজনিত কারণে ইমরানের বিশেষ আদালতের কার্যক্রম এটক কারাগারে অনুষ্ঠিত হচ্ছে।
এটক কারাগারে শুনানির জন্য গতকাল আইন মন্ত্রণালয় অনাপত্তি সনদ (এনওসি) দেয়। এনওসির কপি জেল সুপারের কাছে পাঠানো হয়।
এর আগে এই মামলায় গত ৩০ আগস্ট ইমরান খানের রিমান্ড ১৪ দিন বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। পরে কুরেশির সঙ্গে আবারও বাড়িয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। চলতি মাসের শুরুর দিকে স্পেশাল কোর্ট উভয় নেতার জামিনের আবেদন খারিজ করে দেন।