আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ইসির সংশোধিত নীতিমালা জারি
আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি এই নীতিমালা জারি করেছে।
সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক বা সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তিপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
এতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে ওই সংস্থাকে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হতে হবে।
গত মাসে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ২০১৮ সালের নীতিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।
নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আরও ১৫০ টির বেশি দেশি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করেছে বলে জানা গেছে।