বিজিবির গাড়ি চাপাই নিহত ১
সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবি সদস্যদের বহনকারি পিকআপ চাপায় প্রতিবন্ধি পথচারি নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের আলিয়া মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর ছাত্তার সরদার (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।
প্রতিবন্ধির স্ত্রী মুর্শিদা খাতুন সাংবাদিকদের জানান, তার স্বামী আব্দুস ছাত্তার একজন শারীরিক প্রতিবন্ধি। সম্প্রতি তিনি সাতক্ষীরা জজ কোর্টে আইনজীবী সহকারি হিসেবে কাজ শুরু করেন।
তিনি আরো জানান, সকালে বাড়ি থেকে সাইকল যোগে ছাত্তার জজ কোর্টে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৯টার দিকে আশাশুনি-সাতক্ষীরা সড়কের আলিয়া মাদ্রাসা মোড়ে সাতক্ষীরাগামী একটি বিজিবি বহনকারি পিকআপ ভ্যান( ঢাকা- মেট্রো-ন-১৬-৫০৩৮) তাকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা নাজমা ফারহাদ তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত পিকআপটি ভাঙচুর ও চালক রফিকুল ইসলামকে মারিপট করে পুলিশে সোপর্দ করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমা ফারহাদ বাংলামেইলকে জানান, বুকের বাম পাশের পাজড় ভেঙে রক্তক্ষরণ জনিত কারণে ছাত্তারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের জন্য ছাত্তারের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।