দেশে ফেরার দিন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবে আ’লীগ
জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বুধবার দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর। ওই দিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাবেন। তবে আনুষ্ঠানিক কোনো সমাবেশের পরিকল্পনা নেই।
এই কর্মসূচি চূড়ান্ত করতে আজ রোববার আওয়ামী লীগের যৌথসভা ডাকা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলা শাখা এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা এতে যোগ দেবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্জন তুলে ধরা এবং জাতিসংঘসহ বৈশ্বিক ফোরামে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখায় অভিনন্দন জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আগের মতো এটা গণসংবর্ধনা হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সমকালকে বলেন, দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর বিমানবন্দর থেকে গণভবনে যাওয়ার রুট এখনও চূড়ান্ত হয়নি। তিনি সদ্য উদ্বোধন করা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নাকি নিচের সড়ক দিয়ে যাবেন, সেটা জেনে অভিনন্দন জানাতে নেতাকর্মীর অবস্থানের রুট নির্ধারণ করা হবে।