বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বাংলাদেশ » আর নেই নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান বেলায়েত

আর নেই নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান বেলায়েত 

মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত (৭৮) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা , নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত।  ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা , নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত। ছবি: সংগৃহীত

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের পরিবারের বরাত দিয়ে জানান তিনি, সোমবার সকাল ১০টার দিকে মাহমুদুর রহমান বেলায়েত ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য নেতাকর্মী ও সব শ্রেণি-পেশার মানুষ তার ঢাকার বাসায় এবং গ্রামের বাড়িতে ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন মাহমুদুর রহমান বেলায়েত। নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান মুক্তিযুদ্ধ চলাকালে ছিলেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে, চৌমুহনী এসএ কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে মাহমুদুর রহমান বেলায়েত দায়িত্ব পালন করেছেন।
মাহমুদুর রহমান বেলায়েত তিনি নোয়াখালী থেকে প্রথমবার ১৯৭৩ সালে দ্বিতীয়বার ১৯৮৬ সালে নির্বাচিত সংসদ সদস্য। তার স্ত্রী ফরিদা খানম সাকি এমপি নোয়াখালী অঞ্চল থেকে নারী সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

এদিকে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, নোয়াখালী চাটখিল আসনের সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহিম,  নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone