বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » যুদ্ধরিবতি নিয়ে আলোচনায় বসতে চায় হামাস

যুদ্ধরিবতি নিয়ে আলোচনায় বসতে চায় হামাস 

mussa-33-samakal-6524ffa13946b

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস। সোমবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন হামাসের শীর্ষস্থানীয় নেতা ও পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান মুসা আবু মারজুক। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জন হয়েছে।’

ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের আলোচনা জন্য হামাস প্রস্তুত। সব ধরনের রাজনৈতিক সংলাপের জন্যই তারা প্রস্তুত রয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের চতুর্থ দিন আজ। গত শনিবার ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। হামাসের অতর্কিত হামলায় ইসরায়েল পাল্টা হামলা চালায়। এরপর থেকে লড়াই চলছেই। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের মৃতের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। এর আগে গাজায় খাদ্য, জ্বালানি এবং অন্যান্য রসদ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone