হামবুর্গে বিমান চলাচল স্বাভাবিক
জার্মানির হামবুর্গ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। একজন মুখপাত্র সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ইরান থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ায় সোমবার দুপুরে হঠাৎ সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছিল। দীর্ঘ সময় সেখানে কোনো বিমান ওঠানামা করেনি। এই হুমকির প্রতিক্রিয়ায় বিমানবন্দরে পুলিশি অভিযান চালানো হয়। খবর ভয়েস অব আমেরিকা, রয়টার্স ও এপি’র।
ফেডারেল পুলিশের এক মুখপাত্র বলেন, ই-মেইলে এই হামলার হুমকি দেওয়া হয়। কর্মকর্তারা তেহরান থেকে আসা ১৯৮ জন যাত্রীবাহী একটি বিমানে তল্লাশি চালান। বিমানটি উত্তর জার্মানির ওই শহরে অবতরণ করেছিল।
জার্মানির বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায়, হুমকির কারণে বিমানটি বার্লিনের পূর্বদিকে জার্মানির আকাশসীমায় প্রবেশ করার পর একে ঘিরে ফেলা হয়।
পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানান, পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। বিমানবন্দরের দমকলবাহিনী এই অনুসন্ধানে যুক্ত ছিল। তাই সে সময় কোনো রকম উড্ডয়ন বা অবতরণ সম্ভব ছিল না।
হামবুর্গে জার্মান ও ফরাসি সরকারের এক বিশেষ বৈঠকের প্রথম দিনেই এই খবর আসে। এই বৈঠকে হাজির ছিলেন চ্যান্সেলর ওলাফ শুলজ ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।