আদালতে খালেদা জিয়া
আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বেলা ১২ টা ৫৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর আদালত এলাকায় এসে পৌঁছে। এসময় বিএনপিপন্থী বিপুল সংখ্যক আইনজীবী খালেদা জিয়ার সাথে ছিলেন।
মহানগর দায়রা জজ বিশেষ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের আদালতে আজ এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে নেত্রীর উপস্থিতির সংবাদে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত চত্বর ও আশপাশের এলাকায় অপেক্ষমাণ ছিলেন।
এছাড়া, খালেদা জিয়ার আগমন উপলক্ষে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। ভোর ৬টা থেকেই বিপুল সংখ্যক র্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে বিভিন্ন কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রায় ৪০ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১০ বার খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করলে আদালত প্রতিবারই সময় পিছিয়েছেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অন্যদিকে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলাটি করা হয়।
পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
দুটি মামলারই বাদী ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুনুর রশীদ।