ফিলিস্তিনিদের জন্য ২৯ কোটি ডলার জরুরি সহায়তা প্রয়োজন
ফিলিস্তিনিদের অতীব জরুরি প্রয়োজন মেটাতে ২৯৪ মিলিয়ন মার্কিন ডলার দরকার বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহযোগিতা সমন্বয় সংস্থা।
সংস্থাটি বলছে, ১২ লাখ ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিকে জরুরি সহায়তা দিতে এই অর্থ প্রয়োজন। বৃহস্পতিবার নাগাদ গাজা উপত্যকার ৮৪ হাজারের বেশি মানুষ নতুন করে গৃহহীন হয়ে পড়েছে এবং চার লাখ ২৩ হাজারের বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
সরকারি-বেসরকারি কোনো সরবরাহ ব্যবস্থাই আর গাজায় পানি দিতে পারছে না। ফলে গাজার বেশিরভাগ মানুষ পানি সংকটে ভুগছে।
সংস্থাটি আরও জানায়, আগামী মাসের মধ্যে গাজায় সাড়ে পাঁচ হাজার নারী সন্তান জন্ম দিতে যাচ্ছেন। পুরো অঞ্চলে ৫০ হাজারের বেশি প্রসূতি নারী রয়েছেন। এদের সবাই জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল-ক্লিনিকগুলোও ইসরায়েলি বোমা হামলার শিকার হচ্ছে।
জাতিসংঘ এর আগে জানিয়েছিল, ২০২৩ সালে ফিলিস্তিনে মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখতে ৫০ কোটি ডলারের প্রয়োজন হবে। এ পর্যন্ত অবশ্য এ লক্ষ্যমাত্রার অর্ধেকও পুরণ হয়নি।