আজ বিএনপির ডিসি অফিস ঘেরাও কর্মসূচি
প্রধান প্রতিবেদক : সারাদেশে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ ১০টা থেকে এই কর্মসূচি পালন করা হবে।
উপজেলা নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া, বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নিতে ইতোমধ্যে প্রত্যেক জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশ দিয়েছে দলটি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদানের এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে বিএনপির বিভিন্ন জেলা ও ইউনিট সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ কর্মসূচিতে নেতাকর্মীদের সম্পৃক্ত করে সামনের উপজেলা নির্বাচনে কারচুপি এবং প্রশাসনের পক্ষ-পাতিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায় দলের নেতারা।
ঢাকা জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুরান ঢাকায় অবস্থিত ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সেখানে সংক্ষিপ্ত পথসভা শেষে একটি প্রতিনিধিদল ডিসির কাছে স্মারকলিপি প্রদান করবেন।