বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নিখোঁজ বিমানের খোঁজে এফবিআই

নিখোঁজ বিমানের খোঁজে এফবিআই 

image_82587_0

অনলাইন ডেস্ক : হোয়াইট হাউস জানিয়েছে, নিখোঁজ মালয়েশিয়ান এমএইচ-৩৭০ জেট বিমানটির খোঁজে দেশটির সরকারকে সাহায্য করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। খবর বিবিসির।

বিমানটির পাইলট ও বিভিন্ন ক্লু-এর খোঁজে অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটি। এর জন্য কৃত্রিমভাবে ওই অবস্থার একটি চিত্র তৈরি করে তদন্তকাজে এগুচ্ছে তারা।

সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বিমানটির পাইলট কম্পিউটার থেকে কিছু তথ্য মুছে ফেলেছিলেন।

মালয়েশিয়ান বিমানটির খোঁজে অনুসন্ধানে নামা ২৬টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র বিমানটির খোঁজে সর্বাত্মক সহায়তা করবে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone