নিখোঁজ বিমানের খোঁজে এফবিআই
অনলাইন ডেস্ক : হোয়াইট হাউস জানিয়েছে, নিখোঁজ মালয়েশিয়ান এমএইচ-৩৭০ জেট বিমানটির খোঁজে দেশটির সরকারকে সাহায্য করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। খবর বিবিসির।
বিমানটির পাইলট ও বিভিন্ন ক্লু-এর খোঁজে অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটি। এর জন্য কৃত্রিমভাবে ওই অবস্থার একটি চিত্র তৈরি করে তদন্তকাজে এগুচ্ছে তারা।
সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বিমানটির পাইলট কম্পিউটার থেকে কিছু তথ্য মুছে ফেলেছিলেন।
মালয়েশিয়ান বিমানটির খোঁজে অনুসন্ধানে নামা ২৬টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র বিমানটির খোঁজে সর্বাত্মক সহায়তা করবে।