বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে আনসার সদস্য নিহত

রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে আনসার সদস্য নিহত 

images_29920

এইদেশ এইসময়, ঢাকা :  আনসার সদস্য আব্দুল আলিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মগবাজারের ওয়ালেসগেটে গুলি করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আনসার সদস্য আব্দুল আলিম রাজধানীর মগবাজারে দায়িত্ব পালন করছিলেন। এসময় দুজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে তাকে করে গুলি করে। গুলি লাগার পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। রাত ঢেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশের ইনচার্জ মোজাম্মল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone