রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। রাজশাহীর কারাগারে আটক পাঁচ ট্রাক চালকের নি:শর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
বুধবার রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কামাল হোসেন রবি জানান, আটক পাঁচ ট্রাক চালকের মুক্তির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বার বার সমঝোতার কথা বলা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় বাসটার্মিনালসহ নগরীতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।