বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অবরোধ ফের ৪৮ ঘণ্টার

অবরোধ ফের ৪৮ ঘণ্টার 

ফাইল ছবি

আগামী বুধবার (৮ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে, বিএনপি ও তাদের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে সোমবার (৬ নভেম্বর)।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে অবরোধ কর্মসূচির ঘোষণা দেবেন। আর গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে তিন কর্মসূচির ঘোষণা দেবে।

৮ ও ৯ নভেম্বর আমরা সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করব, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন।

এদিকে অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এরই মধ্যে।

আগামী ৮ ও ৯ নভেম্বর সারাদেশে অবরোধের ডাক দিয়েছেন, দলটির সভাপতি অলি আহমদ। একইসঙ্গে তিনি বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।  দলটি পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুইদিন বিরতি দিয়ে রোববার (৫ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone