স্কুল চলছে, আছে ভয়-শঙ্কা
অবরোধের কারণে কোনো কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম। তবে অনেক বিদ্যালয়ে তেমন প্রভাব নেই।
দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শেষ সময় চলছে এখন শিক্ষাবর্ষের। বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে কোনো কোনো বিদ্যালয়ে। আবার কোথাও শেষ সময়ের ক্লাস চলছে। কিন্তু হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে এই দুই স্তরে পড়ুয়া প্রায় তিন কোটি শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে একধরনের ঝুঁকি তৈরি হয়েছে। ভয় নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। অভিভাবকদের মধ্যে ভয় বাড়ছে বিশেষ করে যানবাহনে আগুন দেওয়ায়।
কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে, অবরোধের কারণে ঢাকা শহর এলাকায় ও ঢাকার বাইরের শহর এলাকার। ক্লাস হচ্ছে না কোনো কোনো বিদ্যালয়ে উপস্থিতি একেবারেই কম থাকায়। তবে ঢাকার বাইরের এবং ঢাকার মধ্যেও শ্রেণিভেদে অনেক বিদ্যালয়ে উপস্থিতিতে তেমন প্রভাব পড়েনি।
অনেকের মতে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অসুবিধা হয়নি। শিক্ষার্থীদের ক্ষতি বাড়তে পারে তবে হরতাল-অবরোধ দীর্ঘ হলে।