বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায়
লাইফস্টাইল ডেস্ক : আপনার প্রকৃত বন্ধু কে কে তা নির্ণয় করা খুবই জরুরি। নিশ্চয়ই ফেসবুকের বন্ধু তালিকায় থাকা শত শত মানুষ কিংবা টুইটারের ফলোয়ার সবাইকে আপনি বন্ধু হিসেবে বিবেচনা করবেন না। বাস্তবে বন্ধুদের সংখ্যা আপনি আঙ্গুল দিয়ে গুনতে পারবেন। যাদের আপনি রাত তিনটার সময় কল করতে পারেন, যারা আপনাকে বুঝে, মাঝে মাঝে এমনকি আপনার চেয়েও বেশি বুঝে আর আপনার প্রয়োজনের সময় যাদের খুঁজে পাওয়া যায়, তাদেরই আপনি বন্ধু তালিকায় রাখবেন।
বন্ধুদের জন্য সবসময় প্রস্তুত থাকুন
আপনার বন্ধু অন্য শহরে চলে যাচ্ছে, এমন পরিস্থিতিতেও আপনি কি তার সঙ্গে একবার দেখা করেননি? সপ্তাহান্তে বন্ধুর ডাকাডাকিতেও আপনি দেখা করতে যাননি? এখন সেসব কাজ বন্ধ করার সময় এসেছে। একবার অন্তত তাদের আমন্ত্রণের জবাব দিন। হতে পারে হ্যাঁ বা যৌক্তিক কারণে না। আপনার জবাব দেওয়ার অর্থই আপনি তাদের সঙ্গে বন্ধুবৎসল।
নিয়মিত যোগাযোগ রাখুন
বন্ধুদের ফেসবুকের ছবিতে লাইক করলেই তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয় না। তার বদলে মোবাইল ফোন হাতে নিয়ে কল করাটাই ভালো। আমাদের অনেকের কাছেই ‘চোখের বাইরে মানে মনের বাইরে,’ এ কারণে আমাদের অনেকেরই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তবে সত্যিকার বন্ধু মানে আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, মনে সবসময় থাকবে বন্ধুর কথা।
দেখা করুন
যদি প্রত্যেক সপ্তাহে বন্ধুদের সঙ্গে দেখা করা সম্ভব না হয় তাহলে তা তাদের ব্যাখ্যা করুন। ঠিক একই ভাবে বাড়িতে যদি বন্ধুদের সঙ্গে দেখা করা সম্ভব না হয় তাহলে কোনো চায়ের দোকানে বা সুবিধাজনক কোনো স্থানে সপ্তাহে অন্তত একবার করে দেখা করুন। যাই হোক, আপনারা বন্ধু আর বন্ধুদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখাটা জরুরি।
নেতৃত্বের দায়িত্ব নিন
বন্ধুদের মধ্যে কোনো একজনকে নেতৃত্বের দায়িত্ব নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুদের মাঝে মিটিং করা বা ফোন করে কোথাও দেখা করার আমন্ত্রণ জানানোর জন্যও এটি দরকারি। এসব কাজে কাউকে না কাউকে এগিয়ে আসতেই হয়। এ কাজের উদ্যোগ আপনিও নিতে পারেন। এতে আপনার বন্ধুত্ব বাড়বে।