রেশন দেবার বেতন না বাড়ালে গার্মেন্টস শ্রমিকদের আহ্বান জিএম কাদেরের
মানুষকে অত্যাচার করা হচ্ছে উন্নয়নের নামে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আন্দোলন করছে গার্মেন্টস কর্মীরা। চিন্তা করছেন না এতো অল্প টাকায় একটা মানুষ কিভাবে পরিবার চালাবে। বেতন না বাড়ালে প্রয়োজনে তাদের রেশন দেন। এভাবেতো হতে পারে না। তারাতো নাগরিক। মানুষ হিসেবে দেখবেন না আপনারা তাদের? আমাদের বিপদ দেখবেন না। এই হলো দেশের উন্নয়ন। স্থীতিশীলতা নষ্ট হয়ে যায় এক সরকার বেশি থাকলে।
শনিবার পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশন আয়োজিত আইনজীবীদের যোগদান অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, আমরা আইনের শাসন পাচ্ছি না। বিচারীয় হয়রানির শিকার হচ্ছে মানুষ।
যেটার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল তা হলো বৈষম্য। বর্তমান সরকার প্ল্যান অনুযায়ী বৈষম্য করছে। সুযোগ সুবিধার দিক থেকে ৯০ শতাংশ মানুষকে নর্দমায় ফেলে দেয়া হচ্ছে। মেগা প্রজক্টের নামে লুটপাট হয়েছে। এই সমস্ত মানুষ টাকা দেশেও রাখে নাই। বিদেশে পাচার করে দিয়েছে। যার কারণে মানুষ সংগ্রাম করছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।