রেগে গেলেন সানি লিওন
বিনোদন ডেস্ক : কাউন্ট ডাউন শুরু ৷ শুক্রবারই মুক্তি পাবে টক অফ দ্য টাউন ছবি ‘রাগিনি এমএমএস টু’ ৷ সানি লিয়ন অভিনিত এই ভয়াল সেক্স ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে ৷
তবে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকলেও, ছবির শেষ প্রোমোশনে এসে রেগে গেলেন সানি লিয়ন ৷ সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন ‘আই অ্যাম নট ফর সেল ৷ আই অ্যাম নট স্লাট ৷’
কাণ্ডটা ঘটল, মুম্বাইয়ে ছবির শেষ মুহূর্তের প্রোমোশন হাজির ছিলেন সানি লিয়ন ও প্রযোজক একতা কাপুর ৷ আর সেখানেই যৌনতা নিয়ে সানিকে প্রশ্ন করতেই সানি গেলেন ক্ষেপে ৷ সোজা সাংবাদিকদের জানালেন, ‘আমি আমার পূর্ব জীবনকে ভুলে গিয়েছি ৷ কিন্তু আপনারা আমাকে বার বার মনে করাচ্ছেন ৷ প্লিজ গ্রো আপ গাউজ ৷ সিনেপর্দায় সেক্স ব্যাপারটা নিয়ে এত বির্তক কেন?’
উত্তেজিত সানিকে সামলালেন প্রযোজক একতা ৷ তিনিও বেশ কঠোরভাবে সাংবাদিকদের জানালেন ‘মেয়েরা জামা খুললে বেশ্যা ! আর ছেলেরা জামা খুললে ক্যাসানোভা ৷ মস্তিষ্ক থেকে নোংরাটা বের করুন ৷ তাহলেই রাগিনি এমএমএস আর সানি লিয়নকে সুন্দর করে দেখতে শিখবেন ৷-ওয়েবসাইট।