বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর 

আনিছুর রহমান 
নির্বাচন কমিশনার

তফসিল পেছানোর সুযোগ আছে বলে জানালেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান, বিএনপিসহ বড় দলগুলো নির্বাচনে অংশ নিলে। কুমিল্লা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বুধবার দুপুর ১২টায়।

বিএনপিসহ বড় দলগুলো নির্বাচনে আসলে তফসিল পেছানোর সুযোগ আছে কি না- এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘তারা নির্বাচনে আসতে চাচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি এমন কথা। যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা বা জোটবদ্ধ হয় তাহলে বিষয়টি (তফসিল) পেছানোর সুযোগ আছে। আমাদের একজন নির্বাচন কমিশনারও বলেছেন, বড় রাজনৈতিক দলটি নির্বাচনে আসলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে। তবে সময়মতো নির্বাচন না হলে সংবিধানে একটি শূন্যতা তৈরি হবে। তাই সময়মতো নির্বাচন হবে।’

বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের নির্বাচনে না আসার ব্যাপারে এ নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কেউ আসলে আসলো, না আসলে কাউকে আনার দায়িত্ব আমাদের নয়। নিবন্ধিত ৪২টি দল আছে। আমরা চিঠি দিয়েছি।’

তিনি বলেন, ‘নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়ল সেটা বিষয় নয়। নির্বাচন নির্বাচনের গতিতে হবে। সংবিধানে লেখা নেই কত ভোট সংগ্রহ হতে হবে। নির্বাচন বাংলাদেশে সব সময়ই উৎসবমুখর। তবে সেটি বেশি স্থানীয় সরকার নির্বাচনে। আমরা আগে থেকে আহ্বান করে যাচ্ছি। নির্বাচনে সবাই আসুক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. শাহগীর আলম, কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, চাঁদপুরের ডিসি কামরুল হাসান,  ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, চাঁদপুরের এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone