পুলিশ সদস্য নিহত লরির ধাক্কায়
এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, গাজীপুরে লরির ধাক্কায় পিকআপভ্যান উল্টে বিতান বড়ুয়া নামে।
সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে, আজ শনিবার ভোর পৌনে ৪টায়। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এ ঘটনায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। ভোর পৌনে ৪টার দিকে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি লরি পুলিশের পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানে থাকা পুলিশের উপপরিদর্শক মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।