ঘুরে দাঁড়াবে জাপা : এরশাদ
ইজাজ ফারুক মেহেদী, ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চলার পথে বিপদ আসবেই। চলার পথ সুন্দর হয় না। বন্ধুর হয়। কিন্তু এ বন্ধুর পথ থাকবে না। বিপদ কেটে যাবে, জাপা ঘুরে দাঁড়িয়ে আবারো সুসংগঠিত হবে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে নিজের ৮৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, আজ নেতাকর্মীদের দেখে প্রমাণ হয়েছে যে তারা হতাশ নয়। জাপাকে সুসংগঠিত করতে তারা প্রস্তুত। তারা দলকে এগিয়ে নিয়ে যাবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আমার হাতে হাত রাখো। আবার সুদিন আসবে। জাতীয় পার্টি আবারো নির্বাচনে জয়ী হবে।
তিনি বলেন, জাপা আমার যোগ্য সন্তান। মৃত্যুর আগে জাপাকে আরো যোগ্য অবস্থায় রেখে যেতে চাই।
এর আগে ১১টা ২০ মিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন করেন এরশাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, এরশাদের ছোট বোন মেরিনা রহমান, প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান টেপা, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ। এর আগে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। এরশাদের ভ্যানগার্ড হিসাবে পরিচিত জাপার সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির আয়োজনে অনুষ্ঠিত হয় পার্টির চেয়ারম্যানের জন্মদিনের এই উৎসব।
উল্লেখ্য, ১৯৩০ সালের ২০ মার্চ এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সাবেক এই রাষ্ট্রপতি। ১৯৫২ সালে সেনাবাহীনিতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পদে পদে পদোন্নতি পেয়ে হন সেনা প্রধান। এরপরে রাষ্ট্রপতি হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। অবশ্য প্রায় ৯বছর জেলেও থাকতে হয় দেশের প্রবীণ এই রাজনীতিবিদকে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।