মারা গেলেন বর বিয়ের রাতেই
সবচেয়ে আনন্দের দিনটি হওয়ার কথা ছিল। শোকের ছায়া সেখানে নেমে আসলো। বিয়ের রঙিন মঞ্চ মুহূর্তেই হয়ে গেল মলিন। মঞ্চে ফটোসেশনের সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বর। পাকিস্তানের শিয়ালকোটের দাস্কা তেসিল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত রবিবার মারা যান ওই যুবক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।
বিয়ের ভিডিওতে দেখা যায়, বর সোফায় বসে ছিলেন। চারপাশে স্বজনরা। বর হঠাৎ করেই নিচে পড়ে যান, নড়াচড়াও করছিলেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
এরপর একজন পালস পরীক্ষা করে দেখেন যে তিনি আর বেঁচে নেই।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই বরের নাম নাঈম জাঠোল। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচনো সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, এই মৃত্যু নিয়ে পরিবারের কেউ মামলা করেনি।