বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ন্যায্য মজুরি শ্রমিকদের নির্ধারণে চাপ প্রয়োগের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যদের

ন্যায্য মজুরি শ্রমিকদের নির্ধারণে চাপ প্রয়োগের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যদের 

তৈরি পোশাক শিল্প।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে সমর্থনে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কংগ্রেস সদস্যরা। গত শুক্রবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টিফেন ল্যামারের কাছে পাঠানো ওই চিঠিতে সই করেছেন মার্কিন কংগ্রেসের আট সদস্য।

তারা হলেন ইলহান ওমর, রাউল এম গ্রিজালভা, জেমস পি ম্যাকগভর্ন, ডেভিড জে ট্রোন, জান শাকোস্কি,  বারবারা লি,  আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও সুসান ওয়াইল্ড।

চিঠিতে উল্লেখ করেছে-সাম্প্রতিক বাংলাদেশের মজুরি বোর্ড মজুরি বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে তা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে শ্রমিক অসন্তোষ গণবিক্ষোভের রূপ নিয়েছে। আন্দোলনকারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র এবং বলপ্রয়োগ করেছে পুলিশ। এতে কমপক্ষে চারজন নিহত, অসংখ্য আহত ও গ্রেপ্তার-আটকসহ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ হয়ে গেছে। প্রতিশোধ, সহিংসতা বা ভয়ভীতি ছাড়াই সংগঠিত, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এবং সম্মিলিতভাবে দর কষাকষির জন্য শ্রমিকদের অধিকারকে সম্মান ও রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি বাইডেন প্রশাসনের আহ্বানের সঙ্গে আমরা একমত।

এমন অবস্থায় আমরা এএএফএর প্রতি অনুরোধ, যেন তারা বাংলাদেশে শ্রমিকদের ওপর পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধের আহ্বান জানায়। পাশাপাশি বাংলাদেশ সরকার ও পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ প্রয়োগ করা হোক, যাতে তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি মাসে ২০৮ ডলার বাস্তবায়ন করে।

সেইসঙ্গে মার্কিন ব্র্যান্ডগুলোকে অবশ্যই তাদের প্রভাব ব্যবহার করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশি শ্রমজীবী পরিবারের জন্য আরও ভালো মজুরি এবং অধিকারের দাবি করে শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে।

চিঠিটি অ্যাকাডেমিক্স স্ট্যান্ড অ্যাগেইনস্ট পোভার্টি, এশিয়ান প্যাসিফিক আমেরিকান লেবার অ্যালায়েন্স (এএফএল-সিআইও অ্যাফিলিয়েট), ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন, ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ- গ্লোবাল ইকোনমি প্রজেক্ট, লেবার বিহাইন্ড দ্য লেবেল, অক্সফাম আমেরিকা এবং ওয়ার্কার্স ইউনাইটেড (এসইআইইউ অ্যাফিলিয়েট) অনুমোদিত।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone