আজ টাইগারদের প্রতিপক্ষ হংকং
স্পোর্টস ডেস্ক : আজ বৃহস্পতিবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। দুই ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
স্বপ্ন পূরণের পথে বাংলাদেশের একমাত্র বাধা হংকং। বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশ জয় পেলে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত। প্রথম দুই ম্যাচে নিজেদের সামনে আফগানিস্তান ও নেপালকে দাঁড়াতেই দেয়নি টাইগাররা।
আফগানদের বিপক্ষে ৯ উইকেটে এবং নেপালের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এই ম্যাচটি সামনে রেখে বুধবার অনুশীলন করেন টাইগাররা। অনুশীলনেও তারা ছিল বেশ মনোযোগী।