চীনে ৯ জেনারেল অপসারণ
পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯ জেনারেলকে চীনের শীর্ষ আইনসভা থেকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রকেট ফোর্সের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। এর ফলে তারা জাতীয় প্রতিনিধির যোগ্যতা হরিয়েছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
শুক্রবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি এই ঘোষণা দেয়। তবে কেন তাদের অপসারণ করা হলো, এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
যাদের বরখাস্ত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন পিএলএ রকেট ফোর্সের পাঁচ শীর্ষ কমান্ডার। রয়েছেন সাবেক বিমানবাহিনীর কমান্ডারও।
অন্যদের মধ্যে দু’জন সেন্ট্রাল মিলিটারি কমিশনে (সিএমসি) কাজ করেছেন, অপরজন নৌ কমান্ডার।
সিএমসি চীনের রাজনৈতিক অনুক্রমের শীর্ষ সামরিক কমান্ড সংস্থা। প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই এই সংস্থার সভাপতি। জিনপিংয়ের সুদূরপ্রসারী দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সামরিক বাহিনী।