কাশ্মিরে নারী-শিশুসহ ৬ জনের প্রাণহানি নৌকাডুবে
শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে ভারত-শাসিত কাশ্মিরে নৌকাডুবিতে। নিহতদের মধ্যে একজন নারী ও তার দুই সন্তান রয়েছে। স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শ্রীনগর শহরের কাছে ঝিলাম নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটেছে। ছয়জনের প্রাণহানি ছাড়াও আরও তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা।
স্থানীয়রা জানান, নৌকায় কোনো মাঝি ছিল না। আশপাশের বাসিন্দারা নদী পারাপারের জন্য এপার-ওপার বাঁধা দড়ি ধরেই নৌকা চালিয়ে নেন।
সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে ঝিলাম নদী পানির স্তর অনেক ওপরে প্রবাহিত হচ্ছিল এবং স্রোতও ছিল অনেক বেশি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝনদীতে স্রোতের টানে দড়ি ছিঁড়ে গেলে অদূরে নির্মাণাধীন একটি সেতুর পিলারে গিয়ে ধাক্কা লেগে ডুবে যায়।
স্থানীয় বাসিন্দা গোলাম নবী খান বলেন, নৌকাটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে পানিতে নামলেও স্রোতের কারণে ফেরত আসতে বাধ্য হয়। পরে মেরিন কমান্ডো ও ডুবুরিরা উদ্ধারকাজে নামে।
শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বিলাল মহি-উদ-দিন ভাট বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য হচ্ছে, নৌকায় স্কুলশিক্ষার্থীসহ অন্তত ১৫ জন যাচ্ছিলেন।
তিনি জানান, এক নারী ও শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। আরও তিনজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।