বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ২৯ মে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন

২৯ মে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন 

নির্বাচন কমিশন

তফসিল ঘোষণা করা হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের। আগামী ২৯ মে ভোটগ্রহণ করা হবে এই ধাপে  ১১২টি উপজেলায়। বুধবার (১৭ এপ্রিল) দুপুর তিনটার পর নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে। বাছাই করা হবে ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৬ থেকে ৮ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৯ থেকে ১১ মে পর্যন্ত। পরদিন ১২ মে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ মে।

তৃতীয় ধাপের ১১২ উপজেলার মধ্যে ২১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোট নেয়া হবে।

উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার চার ধাপে। প্রথম ধাপের  আগামী ৮ মে ১৫০ উপজেলায় ভোটগ্রহণ চলবে। দ্বিতীয় ধাপে ২১ মে ভোটগ্রহণ করা হবে ১৬১ উপজেলায়। তৃতীয় ধাপে  ২৯ মে ভোটের লড়াই হবে। আর চতুর্থ ধাপের ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone