বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ, থাইল্যান্ড সফর নিয়ে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ, থাইল্যান্ড সফর নিয়ে 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা সাড়ে ১১টার দিকে তার সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদন জানায়, আজ বৃহস্পতিবার গণভবনে বেলা সাড়ে ১১টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন গত ২৯ এপ্রিল। এ সফরে প্রধানমন্ত্রী গভর্নমেন্ট হাউসে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।

এ ছাড়াও প্রধানমন্ত্রী ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি সকল দেশের উদ্দেশে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone