দাম কমেছে ৪৯ টাকা এলপিজির
ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি ৪৯ টাকা দাম কমেছে। এ দাম বলবৎ থাকবে চলতি মে মাসের জন্য। আজ বৃহস্পতিবার (২ মে) নতুন দাম ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা- বিইআরসি। নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকেই থেকে কার্যকর।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন মে মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছেন। বিইআরসি চেয়ারম্যান জানান, ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৪৯ টাকা কমিয়ে ১৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এপ্রিলে এলপিজির ১২ কেজির দাম ছিল ১৪৪২ টাকা।
অটোগ্যাসের দামও কমানো হয়েছে একইসঙ্গে। চলতি মাসে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। সৌদি কার্গো মূল্য (সিপি) ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করছে বিইআরসি।
এলপিজি তৈরির মূল উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন। প্রতি মাসে আমদানিকৃত এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে থাকে সৌদি প্রতিষ্ঠান আরামকো। এটিকেই বলা সৌদি কার্গো মূল্য বা সিপি। সিপিকে ভিত্তিমূল্য ধরে আমদানিকারক কোম্পানির চালান বা ইনভয়েস মূল্য থেকে গড় করে ডলারের দামের হিসাবে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি।
দেশের বাজারে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এরমধ্যে গৃহস্থালি রান্নায় ১২ কেজির সিলিন্ডার বেশি ব্যবহার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁ, যানবাহন, ছোট শিল্পকারখানায়ও এলপিজির সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এলপিজির বাজার ৯৯ শতাংশই বেসরকারি খাতের ব্যবসায়ীদের দখলে।