ব্যর্থ অভিযান, নিখোঁজ বিমানের হদিস মিলল না
ইন্টারন্যাশনাল ডেস্ক : দিন যত এগোচ্ছে, বিমানের ধ্বংসাবশেষ নিয়ে ততই বাড়ছে ধন্দ। আতঙ্কও। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরে ভাসমান বস্তুর সঙ্কেত পেয়ে নরওয়ের অনুসন্ধানকারী জাহাজ পৌঁছায়। নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধানে পারথের থেকে আড়াই হাজার কিলোমিটার দুরে ওই বস্তু কাছাকাছি গিয়েও কোনো কিছু হদিশ পেল না অস্ট্রেলিয়ার চারটি বিমান ও দুটি জাহাজ। ফলে ব্যর্থ হয়েই ফিরে আসতে হলো তাদের। এই ঘটনার পরই শুরু হয়েছে জল্পনা।
স্যাটেলাইটে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে দুটি বস্তু ভেসে থাকতে দেখা যায়। সেই ছবি দেখেই মালয়েশিয়া সরকারকে নির্দিষ্ট তথ্য দেয় অস্ট্রেলিয়ার সরকার । সেইমতোই শুরু হয় অনুসন্ধান প্রক্রিয়া। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস পারথের একটি রিপোর্টে জানিয়েছেন, ‘অনেকদিন ধরেই কিছু বস্তু ওই এলাকায় ভাসতে দেখা যায়। হয়তো মহাসাগরের তলায় চলে গিয়েছে।’ভারত মহাসাগরের দক্ষিণ অঞ্চল পৃথিবীর সবচেয়ে দুর্গমতম এলাকা। সেখানে পৌঁছাতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় অনুসন্ধানকারী বিমান ও জাহাজগুলির। -সংবাদসংস্থা