বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » আই-প্যাডের জন্য এমএস অফিস

আই-প্যাডের জন্য এমএস অফিস 

image_73614_0

প্রযুক্তি ডেস্ক :  মাইক্রোসফট কর্পোরেশনের এবার কোম্পানির অফিস সফটওয়্যারের আই-প্যাড ভার্সান বাজারে আনতে চলেছে৷পরের সপ্তাহে ২৭ মার্চ সংস্থার নতুন চিফ এক্সিকিউটিভ সত্য নাদেলা সানফ্রান্সিকোতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওইদিনে নতুন এই সফটওয়্যার বাজারে আনার কথা ঘোষণা হতে পারে৷কারণ, আই-প্যাড ও আই-ফোনের জন্য ওই সফটওয়্যার তৈরি৷ তা ছাড়া ব্যাখ্যা দিতে পারেন ‘ক্লাউড’ এবং ‘মোবাইল’ কোথায় মিলে যেতে পারে৷
লগ্নিকারীরা বেশ কয়েক বছর ধরেই মাইক্রোসফটের কাছে আর্জি জানিয়েছিল, অফিস সফটওয়্যারকে পিসিতে সীমাবদ্ধ না রেখে মোবাইলে ব্যবহারের ব্যবস্থা করার৷বিশ্লেষকদের ধারণা, আই-প্যাডে এই পরিষেবা ব্যবস্থাটা চালু না করার জন্য মাইক্রোসফট বছরে আড়াই বিলিয়ন ডলার আয় থেকে বঞ্চিত হচ্ছে৷- ওয়েবসাইট।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone