বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » এবার পবিত্র হজের খুতবা দেবেন শায়খ মুআইকিলি

এবার পবিত্র হজের খুতবা দেবেন শায়খ মুআইকিলি 

Picture collceted
পবিত্র হজে এ বছর খুতবা প্রদানের জন্য নিযুক্ত হয়েছেন মসজিদ আল হারামের ইমাম ও খতীব ড. শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মুআইকলি আল-বালাউই হাফিজাহুল্লাহ।
মসজিদে নামিরায় আগামী ৯ জিলহজ হজের দিন তিনি এক আজান ও দুই ইকামতে জোহর ও আসর সালাত ইমামতি করে ২০২৪ সালের পবিত্র হজের খুতবা পেশ করবেন।
ড. মাহের ১৯৬৯ সালে পবিত্র মদিনায় জন্ম গ্রহণ করেন। তিনি উম্মুল কোরা ও কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন।
\
ড. মাহের মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক হন যেখানে তিনি গণিত অধ্যয়ন করেন এবং মক্কা আল মোকাররমায় শিক্ষক হিসাবে কাজ করতে যান।
এরপর তিনি মক্কার প্রিন্স আব্দুল মজিদ স্কুলে ছাত্র গাইড নিযুক্ত হন। তিনি ২০০৪ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ব্যাখ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি উম্মুল আল-কুরা ইউনিভার্সিটির কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনের জুডিশিয়াল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন এবং গ্র্যাজুয়েট স্টাডিজ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ভাইস ডিনের পদে অধিষ্ঠিত।
তার থিসিসটির শিরোনাম ছিল: আবদ আল-মালিক আল-মাইমুনির (সংগ্রহ ও অধ্যয়ন) বর্ণনা অনুসারে ইমাম আহমদ ইবনে হাম্বল আইনশাস্ত্রের সমস্যা। তিনি ২০১১ সালে উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে তার ডক্টরেট অর্জন করেন, শাফিয়ি আইনশাস্ত্রে ইমাম শিরাজী কর্তৃক গ্রন্থের তুহফাত আল-নাবিহ, শরহ আল-তানবিহ তার গবেষণার বিষয় ছিল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone