বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » Uncategorized » সারাদেশে ঈদুল আজহায় বসবে ৪৪০৭ পশুর হাট: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে ঈদুল আজহায় বসবে ৪৪০৭ পশুর হাট: স্বরাষ্ট্রমন্ত্রী 

Picture Collected

‘পবিত্র ঈদুল আজহা সম্ভবত আগামী ১৭ জুন হতে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এবার সারাদেশে ৪ হাজার ৪০৭টি পশুর হাট বসবে। ঈদ উপলক্ষে যেসব যানবাহন কোরবানির পশু পরিবহন করবেন  নৈরাজ্য ঠেকাতে সেগুলোর সামনে গন্তব্যস্থল বা কোন হাটে যাবে তার নাম লিখে রাখতে হবে।’

গতকাল মঙ্গলবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সভার সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে এবং শহর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। ঈদযাত্রার গাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে না। ঈদুল আজহার আগে তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য ও যাত্রী পরিবহন ছাড়া অন্য সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone