বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বউয়ের ভয়ে বিবাহিত নায়করা আমায় এড়িয়ে চলেন

বউয়ের ভয়ে বিবাহিত নায়করা আমায় এড়িয়ে চলেন 

dromo20120714222341

বিনোদন ডেস্ক :  বক্স অফিসে সানির রাগিনী এমএমএস৷ প্রচার-প্রচারণা তুঙ্গে বছরের শুরু থেকে। অটোচালকদের নিয়েও নিজে মাঠে নেমেছেন সানি। তারপরও তার পর্ণো তারকা তকমাটি যেন তার পিছু ছাড়ছে না। কেউ ছবিতে সানির কাজের প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ একেবারে তুলোধোনা করে ছাড়ছেন। সমালোচকরা বরাবরই সামনে নিয়ে আসছেন সানির পর্ণো তকমাটি। সমালোচনা করতে ছাড়ছেন না ছবির পরিচালক একতারও। এসব নিয়ে বেশ চাপেই আছেন সানি। তাই সাংবাদিকদের কাছে তাঁর একটাই অনুরোধ, ‘প্লিজ, আমার পুরনো জীবনকে ভুলে যান৷ আমার অভিনয় লেখা লেখি করুন৷’

একদিকে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘কুইন’ বক্স অফিসে আলোচনা তুলেছে। এটাকে সানির এমএমএস-এর জন্য ঝুঁকি মনে করছেন অনেকে। তাই বলিউডের মাঠ জমিয়ে তুলতে সানি করছেন নানা চেষ্টা৷ তবে তাঁর একটাই দুঃখ৷ সানি জানিয়েছেন, বলিউডের হোমরা-চোমরারা তাকে নিয়ে কোনও কথাই বলেন না৷ আমির থেকে শুরু করে সালমান, শাহরুখ, অক্ষয়- সবাই নাকি তাঁকে দেখলে মুখ বাঁকায়। এদিকে সানি বার বার বলে এসেছেন, বলিউডের খানদের দেখেই তিনি বড় হয়েছেন। বহুদিনের স্বপ্ন সিনেপর্দায় খানদের সঙ্গে প্রেম করবেন সানি৷ কিন্তু খানদের এমন ব্যবহার শুধু তার কষ্টই বাড়িয়েছে।

সানি মনে করেন, তবুও বলিউডের অবিবাহিত নায়করা দু’একবার সানির দিকে তাকিয়েছেন। সানিকে শুভেচ্ছাও জানিয়েছেন বেশ কিছু ইয়ং নায়ক। কিন্তু বলিউডের বিবাহিত নায়করা পাত্তাই দেন না তাঁকে৷ সোজাসাপটা সানি জানিয়েছেন, বিবাহিত নায়করা তাদের বউদের ভয় পান, পাছে হাতছাড়া হয়ে যায়। বউয়ের ভয়ে বিবাহিত নায়করা আমায় এড়িয়ে চলেন। কথায় কথায় সানি জানিয়েছেন, শাহরুখের সঙ্গে সুইজারল্যান্ডে গান গাওয়ার শখ তার অনেক দিনের। সালমানের সঙ্গে নাচার ইচ্ছাটিও প্রবল। আর অক্ষয়ের সঙ্গে থাকতে চান অ্যাকশনে। তবে আমিরের প্রসঙ্গ উঠলে অবশ্য বলেছেন, ‘একটু ভাল করে অভিনয় শিখে নিই, আমির নিশ্চয়ই আমার সঙ্গে কাজ করবে।’

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone