বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সোনিয়ার পাসপোর্টের কপি চেয়েছে মার্কিন আদালত

সোনিয়ার পাসপোর্টের কপি চেয়েছে মার্কিন আদালত 

Sonia-Gandhi-photo_india_17753

আন্তর্জাতিক ডেস্ক :  বছরের ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন না এই বক্তব্যের সমর্থনে নথি পেশ করার জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে উপযুক্ত নথি পেশ করার নির্দেশ দিয়েছে একটি মার্কিন আদালত। দিল্লিতে ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতাদের আড়াল করার চেষ্টা করছেন সোনিয়া এই অভিযোগে ২০১৩ সালের ওই সময়েই তার বিরুদ্ধে মামলা ঠুকেছিল শিখ-অধিকার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’

বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটান ফেডারেল কোর্টের বিচারক ব্রায়ান কোগান বলেন, ‘ সোনিয়া নিজের অনুপস্থিতির সমর্থনে উপযুক্ত কোনো সাক্ষ্যপ্রমাণ দেখাতে পেরেছেন বলে আদালত মনে করছে না। এ ক্ষেত্রে অভিযুক্তর জন্য সব থেকে সহজ উপায় হল তার পাসপোর্টের একটা কপি আদালতে পেশ করা।’

এসএফজে-র দাবি, নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন-কেটেরিং ক্যান্সার সেন্টারের কর্মীদের হাত দিয়েই সোনিয়ার কাছে আদালতের সমন পাঠানো হয়েছিল। সূত্রের খবর ওই হাসপাতালেই তিনি চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। কিন্তু সোনিয়া জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে তাকে কেউ সমন সম্বন্ধে জানায়নি। এর পাশাপাশি, তার বিচার করার এখতিয়ার সংশ্লিষ্ট মার্কিন আদালতের রয়েছে কি না, সে প্রশ্ন তুলে এসএফজে-র দায়ের করা মামলা খারিজ করার জন্য আদালতে আপিল করেছেন সোনিয়া।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone