দু’দিনে ভারত থেকে এলো ১২০ টন কাঁচামরিচ
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ১০ মাস পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গত দু’দিনে আমদানিকৃত ১২০ টন কাঁচামরিচ দেশে এসে পৌঁছেছে। এসব মরিচ যাবে ঢাকার কাওরান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, দুই দিনে ১৩টি ট্রাক ১২০ টন কাঁচামরিচ নিয়ে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরমধ্যে গত বুধবার পাঁচটি ট্রাকে ৩৭ টন এবং বৃহস্পতিবার ৮টি ট্রাকে ৮৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
কাঁচামরিচ প্রতি টন ২৩৮ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়েছে। এতে বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়ছে প্রায় ৭০ টাকা কেজি। এরপর রয়েছে পরিবহন খরচ। তবে আমদানি শুল্ক কমলে কাঁচামরিচ কম দামে বাজারে সরবরাহ করতে পারবেন বলে জানান আমদানিকারকরা।