ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার সাড়ে ৮ লাখ ভবন
ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বড় মাত্রার ভূমিকম্প হলে জনবহুল এই নগরীর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা উঠে এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অধীনে পরিচালিত একটি গবেষণায়। সেখানে বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় সাড়ে আট লাখ ভবন ধসে পড়বে।
শনিবার (১ জুন) রাজউক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবিলাবিষয়ক এক সেমিনারে এই তথ্য তুলে ধরেন রাজউকের প্রধান প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক আবদুল লতিফ হেলালী।
আবদুল লতিফ হেলালী জানান, টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৮ লাখ ৬৪ হাজার ৬১৯টি থেকে ১৩ লাখ ৯১ হাজার ৬৮৫টি ভবন ধসে বা ভেঙে পড়বে, যা মোট ভবনের ৪০.২৮ থেকে ৬৪.৮৩ শতাংশ। এ ছাড়া যদি সিলেট লাইনমেন্টে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকার ৪০ হাজার ৯৩৫টি থেকে ৩ লাখ ১৪ হাজার ৭৪২টি ভবন ক্ষতিগ্রস্ত হবে; যা মোট ভবন সংখ্যার ১.৯১ থেকে ১৪.৬৬ শতাংশ।
প্রতিবেদনে উঠে এসেছে, মধুপুর ফল্টে যদি সকালের দিকে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় দুই লাখ ১০ হাজার থেকে তিন লাখ ১০ হাজার মানুষ নিহত হবে। দুপুরে হলে দুই লাখ ৭০ হাজার থেকে চার লাখ, এবং রাতে হলে তিন লাখ ২০ হাজার থেকে পাঁচ লাখ মানুষ নিহত হবে।