বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, October 30, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ৭০০ বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদ খুলে দেয়া হল

৭০০ বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদ খুলে দেয়া হল 

সংগৃহিত ছবি

সৌন্দর্য ও সাজসজ্জায় অনন্য একটি মসজিদ প্রায় ৬ বছর পর আবারও নামাজের জন্য খুলে দেয়া হল। কারণ এই ৬ বছর মসজিদটির সংস্কার করা হয়। আর এই সংস্কার কাজে অর্থ সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আগা খান ফাউন্ডেশন।

জানা যায়, ১৪ শতকে মিশরের কায়রোতে নির্মাণ করা হয় আলতুরবুঘা আল-মারিদানি মসজিদ। ৭০০ বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ চলছিল গেল কয়েক বছর। ২০১৮ সালে মসজিদটির বাহ্যিক অংশ এবং মিনার সংস্কার শুরু হয়, যা শেষ হয় ২০২১ সালে।

এরপর শুরু হয় অভ্যন্তরীণ মেরামতের কাজ। যাতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন ও আগা খান ফাউন্ডেশন। সংস্কার শেষে মসজিদটি খুলে দিয়েছে মিশরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিজ।

ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন আলতুরবুঘা আল-মারিদানি মসজিদ। সৌন্দর্য ও সাজসজ্জায়ও এটি অনন্য। ইসলামিক স্থাপত্যের বিকাশেও মসজিদটি বেশ গুরুত্বপূর্ণ। সংস্কার কাজের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, অশোভিত অংশগুলোর সৌন্দর্য বর্ধনে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে হয়েছে। স্ক্যাল্পেল ও হালকা স্যান্ডপেপার ব্যবহার করে এর ছাদের কাজ করেছি। ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ করতে পেরে আমি গর্বিত।

মূলত ১৩৩৮ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন মামলুক সুলতান নাসির মোহাম্মদের জামাতা আল মারিদানি। ১৮৯৫ এবং ১৯০৩ সালেও দু’দফায় মসজিদটি ব্যাপকভাবে সংস্কার করা হয়েছিল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone