সৌদি আরবে পৌঁছেছেন সাড়ে ৫৬ হাজার হজযাত্রী, নিহত ৯
পবিত্র হজ ২০২৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক।
প্রকাশ সংখ্যা: ২৫
(সৌদি): ০২ জুন, ২০২৪ (১৪৪৫ হিজরী); রাত ২৩:৫৯ (বাংলাদেশ): ০৩ জুন, ২০২৪ রাত ০২:৫৯
সর্বশেষ অবস্থা ০২ জুন, ২০২৪(সৌদি সময়)খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজযাত্রী ৫৬,৫৫৯ জন
- আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩,৭৪৭ জন
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫২,৮১২ জন
- মোট আগত ফ্লাইট সংখ্যা ১৪৫ টি
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭৪ টি
- সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৬ টি
- ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৫ টি
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২১,৬৩৮ টি
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১১,২০১ টি
- সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ১০০% ; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ১০০% ;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৯ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ৯; মহিলা: ০; মক্কা: ৭; মদিনা: ২; জেদ্দা: ০; মিনা: ০; আরাফা: ০; মুজদালিফা: ০
একনজরে হজ ২০২৪ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন, ২০২৪ খ্রি.
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯ টি
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে, ২০২৪ খ্রি.
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ১২জুন, ২০২৪ খ্রি.
- সরকারী হজযাত্রীর কোটা ৪,৫৬২
- বেসরকারী হজযাত্রীর কোটা ৮০,৬৯৫
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, ২০২৪ খ্রি.
- হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই, ২০২৪ খ্রি.
সর্বশেষ মৃত্যু:
We regret to inform that Md. Nurul Alam (61), Passport No. is A08377697 , expired (Inna Lillahi wa inna ilaihi rajiun) on 2024-05-31.
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।
Posted in: জাতীয়