চট্টগ্রামে মুখোমুখি দ. আফ্রিকা-শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়িয়েছে শুক্রবার থেকে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।
আজ শনিবার ১ নম্বর গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুপুর সাড়ে তিনটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
দুই দল এ পযন্ত ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৪টির ৩টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। একটি জয় পেয়েছে সিংহের দল। তবে চট্টগ্রামের মাটিতে এবারই প্রথম খেলছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। দুটিতেই জয় পেয়েছিল লঙ্কানরা।
এদিকে দুপুরের হাইভোল্টেজ ম্যাচ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দল এ পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ১১টির ৭টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ৩টি জয় ব্লাক ক্যাপসদের। ১টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
কোয়ালিফাইং রাউন্ড থেকে এই গ্রুপে যোগ দিয়েছে নেদারল্যান্ডস।