তুর্কী বাহিনীর হাতে সিরীয় বিমান ভূপতিত
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সেনাবাহিনী রোববার গুলি করে একটি সিরীয় যুদ্ধবিমান ভূপতিত করার দাবি করেছে। তুর্কী প্রধানমন্ত্রী রেসেপ তায়িপ এরদোগান এ ঘটনায় সিরিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে তার দেশের আকাশ সীমা লঙ্ঘণ করলে দামেস্ককে চরম মূল্য দিতে হবে।
রোববার সীমান্তবর্তী এলাকায় একটি সিরীয় বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘণ করায় সেটিকে ভূপতিত করেছে সে দেশের সেনাবাহিনী। তবে সিরিয়া সরকার এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, বিমানটি তাদের ভূখণ্ডেই ছিল।
সীমান্তের ক্রসিং লাইনের দখল নেয়াকে কেন্দ্র করে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিমানটি তুরস্কের আকাশে ঢুকে পড়ে বলে বিবিসি জানিয়েছে। তুরস্ক ও সিরিয়ার মধ্যে ৫শ মাইলের বেশি সীমান্ত এলাকা রয়েছে।২০১১ সাল থেকে সিরিয়া গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্ক বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে।
এর আগে ২০১২ সালে সিরিয়া বাহিনী একটি তুর্কী জেট গুলি করে ভূপতিত করেছিল। জবাবে সিরিয়ায় সামরিক হামলা চালিয়েছিল তুর্কী বাহিনী।
এদিকে রোববার সিরীয় বিমান ভূপতিত করার ঘটনায় তুর্কী বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।