বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, October 18, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ইডেন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ইডেন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ 

Aideshaisomoy

সংগ্রাম অনলাইন: ইডেন কলেজ ছাত্রলীগের মেয়েদের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজের সভাপতি শাহিনুর সুমিসহ (২৮) অন্তত সাত জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে ইডেন কলেজের শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যোগ দিতে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের দিকে আসতে চাইলে কলেজ ছাত্রলীগের মেয়েরা তাদের ওপর হামলা করেন।

আহত শিক্ষার্থীদের মধ্যে সুমিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফোন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যের সামনে আমাদের প্রোগ্রাম ছিল। ইডেন কলেজ থেকে কয়েকজন সঙ্ঘবদ্ধ হয়ে সেখানে যাওয়ার সময় ছাত্রলীগের ২০-৩০ জন আমাদের ওপর হামলা ও মারধর করে। তাদের হামলায় সুমিসহ অনেকেই আহত হয়। সুমি ছাড়াও হামলার শিকার হয়েছে সায়েমা, তামান্না, ফাহমিদা, সানজিদা, মিমসহ কমপক্ষে ছয়-সাত জন। পরে সুমিকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ঢামেকের জরুরি বিভাগে আহত সুমির চিকিৎসা চলছে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone