‘দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই’
এইদেশ এইসময়, ঢাকা : দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিচার বিভাগ স্বাধীন নয়,
বিচারবিভাগকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে জনগন বিচার বিভাগের উপর বিশ্বাস হারাবে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
রোববার হাইকোর্ট লাউঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ চার্জ বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার উদ্দেশ্য পূর্ণভাবে খালেদা জিয়া এবং তারেক রহমানকে জনসম্মুখে হেয় করার জন্য দুদক দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন।
আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি হস্তক্ষেপ করবেন না আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করলে পার পাবেন না।
সমাবেশে জে. আর খান রবিন ও ড. নয়ন বাঙ্গালীসহ অনেকে উপস্থিত ছিলেন।